ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

প্রতিমা বিসর্জন উপলক্ষে চেঙ্গী নদীর পাড়ে মানুষের ভিড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২০
প্রতিমা বিসর্জন উপলক্ষে চেঙ্গী নদীর পাড়ে মানুষের ভিড় দেবী দুর্গাকে বিসর্জন দিতে নেওয়া হচ্ছে

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুর্গাপূজা। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে জেলা শহরের গঞ্জপাড়া এলাকা সংলগ্ন চেঙ্গী নদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

এতে হাজারো মানুষ অংশ নেন।
 
এর আগে বিভিন্ন মণ্ডপ থেকে ট্রাক ও পিকআপ ভ্যানে করে একে একে প্রতিমা নিয়ে আসা হয়। দুপুরের পর থেকে চেঙ্গী নদীর পাড়ে এক এক করে শোভাযাত্রা সহকারে প্রতিমা আসতে শুরু করে। বিগত বছরগুলোতে পূজামণ্ডপের প্রতিমা একসঙ্গে গাড়ি বহরে করে শহর প্রদক্ষিণ করা হলেও এবার করোনা ভাইরাসের কারণে তা হয়নি।
 
খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষ্মী নারায়ণ মন্দির দুর্গাপূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শেখর সেন বলেন, স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত উৎসব আয়োজন করেছি। ছিল না কোনো আলোচনা সভা কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান।
 
এ বছর খাগড়াছড়িতে ৫৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। পূজাকে ঘিরে জোরদার ছিল নিরাপত্তা ব্যবস্থা। এ বছর দেবী দুর্গা এসেছেন দোলায় চড়ে। যাবেন হাতির পিঠে চড়ে।
 
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২০
এডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।