ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রায়হান হত্যা: সমালোচনার মুখে বদলি এসএমপি কমিশনার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২০
রায়হান হত্যা: সমালোচনার মুখে বদলি এসএমপি কমিশনার

সিলেট: সমালোচনার মুখে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার গোলাম কিবরিয়াকে বদলি করা হয়েছে।
 
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বদলি করেছে।


 
এই প্রজ্ঞাপনে দেশের আরও ১৮ পুলিশ কর্মকর্তাকে বদলির আদেশ দেওয়া হয়।
 
সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের বাংলানিউজকে কমিশনারের বদলির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ধরনের তথ্য তিনি জানতে পেরেছেন।
 
গত ১১ অক্টোবর সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান উদ্দিন (৩০) নিহত হন। ঘটনার পর সাত পুলিশ সদস্যের চারজনকে বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়। কিন্তু পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া সিসি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে লাপাত্ত হয়ে যান।
 
বরখাস্ত হওয়ার পর পুলিশ ফাঁড়িতে না গিয়ে আকবরের পলায়ন নিয়ে সমালোচনার মুখে পড়েন মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার গোলাম কিবরিয়া। নিহত রায়হানের বাড়িতে চারদিন যাওয়া নিয়েও সমালোচনাবিদ্ধ হন তিনি।
 
রায়হান হত্যার ঘটনায় ঘটনায় চলমান আন্দোলনেও পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করা হয়। এসব কারণে তাকে বদলি করা হলো।
 
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২০
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।