ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সীমান্ত পরিদর্শন করলেন ভারতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২০
সীমান্ত পরিদর্শন করলেন ভারতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত পরিদর্শন করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার এইচ ইউ ইমরান।  

বুধবার (২১ অক্টোবর) বিকেলে জয়নগর চেকপোস্ট দিয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করেন।

পরে তিনি দর্শনা আন্তর্জাতিক সম্মেলন কক্ষে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে সীমান্ত হত্যাকাণ্ড ও দর্শনাকে পূর্ণাঙ্গ স্থলবন্দর বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়।  

এ সময় হাইকমিশনার এইচ ইউ ইমরান বলেন, সীমান্তে বাংলাদেশি হত্যাকাণ্ডের ঘটনা কোনো দেশের শান্তি প্রিয় মানুষ চায় না। এ বিষয়ে ভারত-বাংলাদেশ দু’দেশের মধ্যে ঐক্যমত আছে। এ ধরনের হত্যাকাণ্ড আমাদের কারো কাম্য নয়।  

স্থলবন্দর বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ-ভারত দু’দেশের সম্পর্ক দৃঢ় ও বাণিজ্যিকভাবে প্রসার ঘটাতে দেশ দু’টি বিভিন্ন স্থলবন্দর উন্নয়ন করতে কাজ চলেছে। এজন্য দর্শনা স্থলপথ পরিদর্শন করা হলো। এ স্থলপথটি স্থলবন্দর রূপান্তন করতে দু’দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।  

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক (ডিসি) নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার (এসপি) জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ. খালেকুজ্জামান, ভারতে নিযুক্ত কলকাতা ডেপুটি হাইকমিশনার তৈফিক হাসান, দর্শনা কাস্টমস শুল্ক স্টেশনের ডেপুটি কমশিনার শাফায়েত হোসেন ও দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমান প্রমুখ।

আলোচনা শেষে বুধবার বিকেলেই ভারতের উদ্দেশে দর্শনা সীমান্ত ত্যাগ করেন হাইকমিশনার এইচ ইউ ইমরান।

বাংলাদেশ সময়: ০০৪৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২০
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।