ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আয়রন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২০
আয়রন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ঢাকা: রাজধানীর কাফরুলের ইব্রাহিমপুরে একটি টেইলার্সের দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি কাউসার (২০) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

রনি কাউসার কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি গ্রামের বিল্লাল হোসেনের একমাত্র ছেলে। রাজধানীর উত্তর কাফরুল ঝিলপাড় এলাকায় নানির বাসায় থাকতেন।

রনির সহকর্মী মো. শামীম ওসমান বাংলানিউজকে জানান, এক মাস আগে ইব্রাহিমপুর বাজারে রুমান ট্রেইলার্সে কাজে যোগ দেওয়া রনি আপাতত কাজ শিখছিল। দুপুরে ট্রেইলার্সের দোকানে জামা-কাপড় আয়রন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টায় মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তে জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২০
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad