ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাটকল রক্ষার আন্দোলনে গ্রেফতারদের মুক্তি দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২০
পাটকল রক্ষার আন্দোলনে গ্রেফতারদের মুক্তি দাবি লোগো

ঢাকা: পাটকল রক্ষার আন্দোলনে গ্রেফতারদের মুক্তি এবং বন্ধ ঘোষিত রাষ্ট্রায়ত্ত সব পাটকল আধুনিকায়ন করে খুলে দেওয়ার দাবি করেছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি।

বুধবার (২১ অক্টোবর) ক্ষেতমজুর সমিতির সভাপতি অধ্যাপক ডা. ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাড. আনোয়ার হোসেন রেজা এক বিবৃতিতে এ দাবি করেন।

নেতারা বলেন, ‘বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। পাট আমদের অন্যতম কৃষিপণ্য। গ্রামীণ জনপদ একসময় এ পাটশিল্পের ওপর নির্ভরশীল হলেও বর্তমানে সরকারের ভুল নীতি ও দুর্নীতির কারণে বিশাল সম্ভাবনাময় পাটশিল্প আজ ধ্বংসের মুখে। বিশ্বের বিভিন্ন দেশে পাটজাত পণ্যর চাহিদা বাড়লেও বাংলাদেশে পাটকলগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। ’

নেতারা অবিলম্বে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো আধুনিকায়ন করে খুলে দিয়ে শ্রমিকসহ গ্রামীণ শ্রমজীবী মানুষের কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনের পথকে সুগম করার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২০
আরকেআর/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।