ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে কিশোরের আত্মহত্যার চেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে কিশোরের আত্মহত্যার চেষ্টা ...

যশোর: যশোরে শিশু উন্নয়ন কেন্দ্রে আবারও এক বন্দি কিশোর আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আত্মহত্যার প্রচেষ্টাকারী বন্দি কিশোর সায়েম হাওলাদার (১৫) পটুয়াখালী জেলার দশমিনা থানার হাদিরচর গ্রামের মৃত বাদশা হাওলাদারের ছেলে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তৌহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, কিশোর সায়েম হাওলাদার মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের জানালার গ্রিলের সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

এ সময় হাউজের ২য় তলায় থাকা অন্যান্য কিশোর অপরাধীরা টের পেয়ে তাকে উদ্ধারপূর্বক কিশোর উন্নয়ন কেন্দ্রের কর্তৃপক্ষকে অবহিত করলে তারা সায়েম হাওলাদারকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে ওই কিশোর হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এর আগে চলতি মাসেই শিশু উন্নয়ন কেন্দ্রে দুই বন্দি কিশোর আত্মহত্যা করেছে।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
ইউজি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।