ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গোপালপুরে কলেজছাত্রীকে গণধর্ষণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
গোপালপুরে কলেজছাত্রীকে গণধর্ষণ প্রতীকী ছবি

টাঙ্গাইল: টাঙ্গাইলের গোপালপুরে কলেজছাত্রীকে অপহরণ করে রাতভর পালাক্রমে ধর্ষণ করেছে পাঁচ যুবক। পরে মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে নদীর পাড়ে ওই ছাত্রীকে ফেলে রেখে যায় ধর্ষকরা।

দুপুরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সন্ধ্যায় ওই ছাত্রীর মা বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে গোপালপুর থানায় মামলা দায়ের করেছেন।

নির্যাতিতা ওই ছাত্রীর মা জানান, তার মেয়ে টাঙ্গাইল শহরের একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। কলেজ বন্ধ থাকায় সে তার সঙ্গে গ্রামে থাকত। সোমবার সন্ধ্যায় গোপালপুর সদরের মোহনপুর বাজার থেকে বাড়ি ফিরছিলো মেয়ে। মাঝ পথে ছোট ব্রিজ নামক স্থান থেকে কাগুজীআটা গ্রামের শফিকুল মিয়া (২৫), এনামুল (২৮), জালাল মিয়া (৩৮), খালেক (৪২) ও আলতাব আলী (৪২) তার মুখে গামছা পেঁচিয়ে নৌকায় উঠিয়ে শফিকুলের বাড়িতে নিয়ে যায়। সেখানে পাঁচ জন রাতভর তাকে নির্যাতন করে। পরে ভোর ৫টার দিকে তাকে আবার নৌকায় করে ছোট ব্রিজ এলাকায় নদীর পাড়ে ফেলে রেখে যায়। পরে মেয়েটি বাড়ি গিয়ে তাকে (মাকে) ঘটনা খুলে বলে। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম সজিব বাংলানিউজকে জানান, ভিকটিমের অবস্থা স্থিতিশীল। তিনি মানসিকভাবে বিপর্যস্ত। বুধবার (২১ অক্টোবর) তার ডাক্তারি পরীক্ষা করানো হবে।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বাংলানিউজকে জানান, এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলার পর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।