ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

২৭ পার্কের অবৈধ স্থাপনা উচ্ছেদ করবে ডিএনসিসি: মেয়র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২০
২৭ পার্কের অবৈধ স্থাপনা উচ্ছেদ করবে ডিএনসিসি: মেয়র বক্তব্য রাখছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম

ঢাকা: ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দাদের জন্য আমরা ২৭টি পার্ক করতে যাচ্ছি। কিন্তু যেই পার্কেই যাই, সেখানেই মামলা।

পার্কের মধ্যে কারো দাদার বাড়ি, কেউ দখল করে বাড়ি করেছে, রাজনৈতিক দলের কার্যালয় বানিয়ে পার্ক দখল করে রেখেছে। অথচ এসব পার্ক জনগণের, কারো নিজস্ব সম্পত্তি না। আগামী ৩ অক্টোবর ডিএনসিসির আওতাধীন ২৭টি পার্কের অবৈধ সব স্থাপনা উচ্ছেদ করা হবে। ’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিক উপলক্ষে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উত্তরা সোনারগাঁও জনপথে ৭৪টি গাছের চারা রোপণের মাধ্যমে ‘পরম্পরা কানন’ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মেয়র।

ডিএনসিসির আয়োজনে রাজধানীর উত্তরা সোনারগাঁ জনপথ রোডের জমজম টাওয়ার এলাকায় দু’দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৩ বছর কারাগারে ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাবাকে কালেভদ্রে দেখতে পেতেন। তার অসমাপ্ত আত্মজীবনীতে শেখ হাসিনার ছোট ভাই শেখ কামালের একটি আবেগঘন কথা উল্লেখ আছে। পড়ে শোনাই। শেখ কামাল বলছিলেন, আপু তোমার বাবাকে বাবা ডাকি? এ কথাটা একজন বাবার জন্য কীরকম বেদনাদায়ক, সন্তান আমাকে চেনে না। কারণ বঙ্গবন্ধু দেশের মানুষের জন্য কারাগারে ছিলেন। এমন একজন নেতার অনুসারী হয়ে, আমরা কীভাবে দুষ্কর্ম করি!’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ যাতে উজ্জ্বল হয়, সবাই মিলে আমরা এমন কাজ করি। তার মুখ মলিন হয় বা তিনি লজ্জা পান, এমন কাজ থেকে আমরা বিরত থাকি। তবেই তার জন্মদিন উদযাপন সার্থক হবে। ’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫৫ বছরের জীবনের অর্ধেক সময় তিনি জেলে কাটিয়েছেন। তিনি বিস্ময়করভাবে এ জাতিসত্তার পরিচয় উন্মোচন ঘটিয়ে বিশ্বের মানচিত্রে আমাদের প্রতিষ্ঠা করেছেন। এ বঙ্গে তিনি আমাদের মানচিত্র, ভূখণ্ড ও পতাকা দিয়েছেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যার প্রায় পর ৩০ বছর ছিল বাংলাদেশের গ্রহণকাল। সেসময় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাঙালির জন্য আশীর্বাদ হিসেবে আমাদের সামনে উপস্থিত হয়েছেন। যে কারণে আজ বিশ্বকে অবাক করে দিয়ে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অগ্রগতির মাধ্যমে সবাইকে চমকে দিয়েছে। ’

তিনি বলেন, ‘আজ তার ৭৪তম জন্মবার্ষিক উপলক্ষে আমরা তাকে অভিনন্দন জানাই। ঢাকা উত্তর সিটি করপোরেশন ৭৪টি গাছ রোপণ করে দিনটি উদযাপন করছে। এটি একটি মহৎ উদ্যোগ। এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। ’

র‍্যাবের মহাপরিচালক (ডিজি) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘সারা বিশ্ব যখন জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ দমনে হিমশিম খাচ্ছে, সেসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা তা দমন করতে সফল হয়েছি। ’

তিনি বলেন, ‘অপরাধ বিভিন্ন সময়ে সংঘটিত হয়ে থাকে। তবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধীদের কোনো ছাড় দেননি। অপরাধ সবসময়ই শূন্যের কোঠায় আনতে চেষ্টা করেছি এবং আমরা সক্ষমও হয়েছি। প্রতিটি ক্ষেত্রেই যাতে সঠিক বিচার হয়, তা নিশ্চিত করা হয়েছে। দেশের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অনেক বেশি। আগামী ২০৩০ সালে আমরা এক দেশের আরও সাফল্য অর্জনে সক্ষম হবো।

ডিএনসিসির মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম, র‍্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এফবিসিসিআইর সভাপতি শেখ ফজলে ফাহিম, সংরক্ষিত তিন আসনের সংসদ সদস্য শবনম শারমিন শিলা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২০
এসজেএ/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।