ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

লালপুরে করোনা উপসর্গ নিয়ে আইনজীবীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২০
লালপুরে করোনা উপসর্গ নিয়ে আইনজীবীর মৃত্যু ইমরান আলী

নাটোর: নাটোরের লালপুর উপজেলায় করোনা উপসর্গ নিয়ে জেলা বারের আইনজীবী ও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ইমরান আলী (৪৫) মারা গেছেন।  

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ইমরান লালপুরের চণ্ডিগাছা গ্রামের মৃত ইয়ার আলী মোল্লার ছেলে।  

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বাংলানিউজকে বিষয়টি জানান।  

তিনি জানান, ইমরান আলী তার সেরেস্তার দায়িত্বে ছিলেন। ইমরান কয়েকদিন ধরে শ্বাসকষ্ট ও গলা ব্যথা ভুগছিলেন। বেশ কিছুদিন আগে তিনি গলায় ছোট একটি অস্ত্রোপচার করেছেন। দুই-তিনদিন ধরে শ্বাসকষ্ট ও ব্যথা বেড়ে যাওয়ায় করোনা পরীক্ষার জন্য নমুনা দেন ইমরান। সোমবার বিকেলে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।  

লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ইছাহাক আলী বাংলানিউজকে জানান, বাদ মাগরিব লালপুর হাইস্কুল মাঠে ইমরান আলীর প্রথম জানাজা সম্পন্ন হয়। পরে গ্রামের বাড়ি চণ্ডিগাছায় নিয়ে যাওয়া হয়। বাদ এশা দ্বিতীয় জানাজা শেষে সেখানে পারিবারিক গোরস্থানে তাকে দাফনের করার কথা রয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।