ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

জন্মদিনে প্রধানমন্ত্রীকে উপহার পাঠালেন মমতা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২০
জন্মদিনে প্রধানমন্ত্রীকে উপহার পাঠালেন মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো ফুল ও মিষ্টি।

বেনাপোল (যশোর): বেনাপোল বন্দর দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ফুল ও মিষ্টি উপহার পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতে নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনের মাধ্যমে বেনাপোল বন্দর দিয়ে এ উপহারসামগ্রী প্রধানমন্ত্রী দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে।

ভারতে নিযুক্ত বাংলাদেশ ডেপুটি হাই কমিশন, বি এম জামাল হোসেন, মিনিস্টার  (পলিটিক্যাল) বলেন, আমাদের মাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ফুল ও মিষ্টি পাঠিয়েছেন। আমরা সে উপহারগুলো সন্ধ্যায় বেনাপোল বন্দর দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশে পাঠিয়ে দিয়েছি।  

রাত সাড়ে ৮টা নাগাদ উপহারগুলো প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছাবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।