ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

তথ্য অধিকার দিবসে মসিকের প্রথম পুরস্কার অর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২০
তথ্য অধিকার দিবসে মসিকের প্রথম পুরস্কার অর্জন জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন মসিকের সচিব রাজীব কুমার সরকার

ময়মনসিংহ: তথ্য অধিকার দিবস-২০২০ এর জাতীয় তথ্য বাতায়ন হালনাগাদকরণ ক্যাটাগরিতে প্রথম পুরস্কার অর্জন করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)। ময়মনসিংহ জেলার সব সরকারি ওয়েবসাইট বিবেচনা করে মসিককে এ পুরস্কার দেওয়া হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে জেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন মসিকের সচিব রাজীব কুমার সরকার।

মসিক সচিব বলেন, জনগণের তথ্যের অধিকার নিশ্চিতকরণে ময়মনসিংহ সিটি করপোরেশন সরকারি নির্দেশনা অনুযায়ী বলিষ্ঠ ভূমিকা পালন করে চলেছে। সিটি মেয়র ইকরামুল হক টিটুর নেতৃত্বে মসিক তথ্য বাতায়ন হালনাগাদকরণে সর্বোচ্চ সফলতা প্রদর্শন করেছে। এ স্বীকৃতি ভবিষ্যৎ কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২০
একে/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।