ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কালাইয়ে ভটভটি উল্টে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২০
কালাইয়ে ভটভটি উল্টে চালক নিহত প্রতীকী ছবি

জয়পুরহাট: জয়পুরহাটের কালাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি উল্টে শাহজাহান আলী (৪০) নামে এক চালক নিহত হয়েছেন।  

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলার বাঁশের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শাহজাহান ওই উপজেলার পুনটের মহাইল গ্রামের আয়মদ্দিনের ছেলে।  

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বাংলানিউজকে জানান, সকালে মাছ বিক্রির উদ্দেশ্যে নিজ ভটভটি নিয়ে মোকামতলা যাচ্ছিলেন শাহজাহান। পথে বাঁশের ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি উল্টে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।