ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চুয়াডাঙ্গায় ভেজাল শিশু খাদ্য জব্দ, লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২০
চুয়াডাঙ্গায় ভেজাল শিশু খাদ্য জব্দ, লাখ টাকা জরিমানা ভেজাল শিশু খাদ্য জব্দ, লাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গা: ভেজাল ও মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য সংরক্ষণ ও বিক্রির দায়ে চুয়াডাঙ্গা শহরের এক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে শহরের ফেরিঘাট রোডে অভিযান চালানো হয়।

নেতৃত্ব দেন অধিদপ্তর চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ।

বাংলানিউজকে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই ফেরিঘাট রোডের জনি স্টোরে অভিযান চালিয়ে নকল কোম্পানির নিম্নমানের এবং মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য পণ্য ড্রিংকস, আচার, সনপাপড়ি, লজেন্স, ফ্রুটিসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়। এসব অপরাধে স্টোরটির মালিক হামিদুর রহমানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।  

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।