ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সিঙ্গাপুর যেতে করোনা সনদ আর লাগবে না

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২০
সিঙ্গাপুর যেতে করোনা সনদ আর লাগবে না সিঙ্গাপুরের পাতাকা

ঢাকা: সিঙ্গাপুর ভ্রমণের ক্ষেত্রে নতুন নিয়ম এনেছে দেশটির সরকার। এবার থেকে বাংলাদেশিদের সিঙ্গাপুর যাওয়ার জন্য করোনা ভাইরাস টেস্ট রিপোর্ট দেখাতে হবে না।

শনিবার (২৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়। বলা হয়েছে, সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ত্যাগের সময় কোভিড-১৯ টেস্ট রিপোর্ট প্রদর্শন করার আর প্রয়োজন নেই। তবে যাত্রীদের অবশ্যই সিঙ্গাপুরে পৌঁছে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

তবে সিঙ্গাপুরে বাংলাদেশি যাত্রীদের করোনা ভাইরাস সনদ না লাগলেও কাশি, জ্বর, কোভিড-১৯ লক্ষণ যেমন: সর্দি, শ্বাসকষ্ট ইত্যাদি নেই এই মর্মে স্বাস্থ্য প্রতিবেদন সঙ্গে রাখতে হবে।

তবে যাত্রীদের সিঙ্গাপুরে কোভিড-১৯ টেস্ট করা হবে। এছাড়া আইসোলেশন হোটেল খরচ বাবদ ২২০০ সিঙ্গাপুর ডলার বহন করতে হবে যাত্রীদের।

বাংলাদেশ সময়: ০০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২০
টিআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।