ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শ্রীপুরে কুমার নদে মাছের পোনা অবমুক্ত

ডিস্ট্র্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
শ্রীপুরে কুমার নদে মাছের পোনা অবমুক্ত কুমার নদে মাছের পোনা অবমুক্ত করছেন সাইফুজ্জামান শিখর (এমপি)

মাগুরা: মাগুরার শ্রীপুর উপজেলার কুমার নদে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস আয়োজনে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে মাছের পোনা অবমুক্ত করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর (এমপি)।

এসময় উপস্থিত ছিলেন- জেলা মৎস্য কর্মকর্তা এসএম আশিকুর রহমান, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান মো. মশিয়ার রহমান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিয়ার রহমান মোল্যা, আমলসার ইউপি চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস, শ্রীকোল ইউপি চেয়ারম্যান মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কানন, উপজেলা ছাত্র লীগের সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক আবদুর রহিম প্রমুখ।

উপজেলা মৎস্য কার্যালয়ে সূত্রে জানা গেছে, চলতি বর্ষা মৌসুমে দুই দফায় কুমার নদসহ উপজেলার চারটি জলাশয়ে প্রায় এক হাজার ১০০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হলো।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।