ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাটকল রক্ষায় খুলনায় শ্রমিক জনসভা অনুষ্ঠিত  

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
পাটকল রক্ষায় খুলনায় শ্রমিক জনসভা অনুষ্ঠিত   জনসভায় বক্তব্য রাখছেন অতিথিরা

খুলনা: পাটকল রক্ষায় খুলনায় সম্মিলিত নাগরিক পরিষদের উদ্যোগে শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে খুলনার ইর্স্টান জুট মিলের প্রধান ফটকের সামনে এ জনসভা অনুষ্ঠিত হয়।

 

ইর্স্টান জুট মিলের সাবেক সিবিএ সাধারণ সম্পাদক মোজাম্মেল হক খানের সভাপতিত্বে ও শ্রমিক নেতা মেহেদী হাসানের পরিচালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মিলিত নাগরিক পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট কুদরত-ই-খুদা।  

এসময় আরও বক্তব্য রাখেন- নাগরিক পরিষদের নেতা অ্যাডভোকেট আ ফ ম মহসিন, জনার্দন দত্ত নান্টু, মুনির চৌধুরী সোহেল, মো. নুর ইসলাম, জাকির হোসেন, নজরুল ইসলাম মল্লিক, মো. কামরুজ্জামান, সামশেদ আলম শমসের, গাজী আবজাল হোসেন, আল আমিন প্রমুখ।  

সভায় বক্তারা বলেন, করোনা মহামারিতে সমগ্র দেশের মানুষের জীবন-জীবিকা বিপণ্ন ঠিক এ সময়ে সারাদেশের ২৫টি সরকারি পাটকল বন্ধ করে স্থায়ী ও অস্থায়ী মিলে মোট ৫০ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন।  

নেতারা অনতিবিলম্বে পাটকল চালু করে আধুনিকয়ন করতে এবং অবসরপ্রাপ্তসহ সব শ্রমিকদের বকেয়া পাওনা এককালীন পরিশোধের জোর দাবি জানান।  

এছাড়া পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী আগামী ২৭ সেপ্টেম্বর বেলা ১১টায় খুলনা ডিসি অফিস ঘেরাও কর্মসূচি সফলের জন্য শ্রমিকসহ সবার প্রতি আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
এমআরএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।