ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নবীগঞ্জে বিক্রয় নিষিদ্ধ পলিথিন জব্দ, লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
নবীগঞ্জে বিক্রয় নিষিদ্ধ পলিথিন জব্দ, লাখ টাকা জরিমানা অভিযানে বিক্রয় নিষিদ্ধ পলিথিন জব্দ। ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজার থেকে বিক্রয় নিষিদ্ধ ছয় হাজার কেজি পলিথিন জব্দ করেছে প্রশাসন। একই সঙ্গে পলিথিন বিক্রেতার কাছ থেকে এক লাখ টাকা জরিমানাও আদায় করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পলিথিনগুলো জব্দ করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন। এ সময় কয়েকজন র‌্যাব সদস্য উপস্থিত ছিলেন।  

সুমাইয়া মমিন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় ইনাতগঞ্জ বাজারের ‘ফজর স্টোর’ নামে দোকান থেকে বিক্রয় নিষিদ্ধ ছয় হাজার কেজি পলিথিন জব্দ করা হয়েছে। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে পলিথিন বিক্রির দায়ে ওই দোকানের মালিক নাসিম আহমেদকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।  

জব্দ পলিথিনের আনুমানিক বাজার মূল্য পাঁচ লাখ টাকা বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।