ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

হাসপাতালের টয়লেটে নবজাতকের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
হাসপাতালের টয়লেটে নবজাতকের মরদেহ ছবি: প্রতীকী

ফেনী: ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের টয়লেট থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলার একটি টয়লেট থেকে মরদেহটি উদ্ধার করে হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মীরা।

মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

হাসপাতালের (আরএমও) ডা. ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সকালে টয়লেট পরিষ্কার করার সময় নবজাতকের মরদেহটি দেখতে পান পরিচ্ছন্নতা কর্মীরা। পরে পুলিশকে খবর দিলে তা উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।  

তিনি আরও জানান, মরদেহটি কোথায় থেকে এলো এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ হাসপাতালের সিসি ক্যামরাগুলো পর্যবেক্ষণ করছে। সেগুলো দেখলে হয়তো কোনো ক্লু পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
এসএইচডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।