ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

উত্তর জনপদ আর অবহেলিত থাকবে না: পলক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
উত্তর জনপদ আর অবহেলিত থাকবে না: পলক

নীলফামারী: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, মঙ্গাপীড়িত উত্তর জনপদ আর অবহেলিত নয়। প্রতিটি কাজে গতিশীলতা এসেছে।

সবকিছু সম্ভব হয়েছে ডিজিটাল অবকাঠামো উন্নয়নের কারণে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারী জেলা ও উপজেলা প্রশাসন এবং আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
 
প্রতিমন্ত্রী বলেন, দক্ষ জনশক্তি গড়ে তুলতে হাইটেক পার্ক গড়ে তোলার কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনাকালে প্রধানমন্ত্রী অর্থনৈতিকে সচল রেখেছেন। যে খানে বিদেশেও হিমশিম খাচ্ছে।

নীলফামারী সার্কিট হাউজে অনুষ্ঠিত সভায় নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে, সকালে প্রতিমন্ত্রী সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে আওয়ামী লীগ নেতারা ও প্রশাসনের ফুলেল শুভেচ্ছা জানায়।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ