ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খিলগাঁওয়ে অস্ত্রসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
খিলগাঁওয়ে অস্ত্রসহ আটক ৩ আটক তিন অস্ত্র ব্যবসায়ী

ঢাকা: রাজধানীর খিলগাঁও এলাকা থেকে অস্ত্রসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১০) সদস্যরা।
 
আটকরা হলেন- রিপন মিয়া (২৬), পাভেল অনিক (২৭) ও নাজমুল হক অমিত (২৮)।

 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অ্যাডিশনাল ডিআইজি মো. কাইমুজ্জামান খান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিনগত রাতে র‌্যাব-১০ এর একটি দল খিলগাঁও থানার দক্ষিণ গোড়ান এলাকায় অভিযান চালায়। এসময় বিদেশি পিস্তল, ম্যাগজিন, তিন রাউন্ড গুলি, মোটরসাইকেল ও চারটি মোবাইল ফোন ওই তিনজনকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে কাইমুজ্জামান খান জানান, আটকরা পেশাদার অস্ত্র ব্যবসায়ী। তারা অবৈধ অস্ত্র বিক্রি করে এক শ্রেণির মানুষদের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনায় সহায়তা করে আসছে। তারা দীর্ঘদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মানুষের কাছে অস্ত্র বিক্রির মাধ্যমে হত্যা, চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপে সহায়তা করে আসছিল। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
এমএমআই/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।