ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নাতনিকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারালেন মুক্তিযোদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
নাতনিকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারালেন মুক্তিযোদ্ধা

পঞ্চগড়: সাত বছরের নাতনিকে পুকুর থেকে উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন শামসুল হক (৬৬) নামে এক মুক্তিযোদ্ধা।  

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের কৈকুড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুপুরে শামসুল হকের সাত বছরের নাতনি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। এসময় তাকে উদ্ধার করতে পানিতে নামেন তিনি। শিশুটিকে পানি থেকে উদ্ধার করতে পারলেও নিজে পুকুরের পানিতে ডুবে যান শামসুল হক। এসময় শিশুটির চিৎকারে স্থানীয়রা দ্রুত গিয়ে ওই মুক্তিযোদ্ধাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ হোসেন বাংলানিউজকে বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে তার গ্রামে দাফন করা হবে।  

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।