ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গোপালগঞ্জে ৫ সাংবাদিক সংগঠনকে কম্পিউটার উপহার দিলেন ডিসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
গোপালগঞ্জে ৫ সাংবাদিক সংগঠনকে কম্পিউটার উপহার দিলেন ডিসি সাংবাদিকদের হাতে উপহারের কম্পিউটার তুলে দিচ্ছেন ডিসি শাহিদা সুলতানা। ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: সংবাদকর্মীদের সংবাদ ও যোগাযোগ প্রযুক্তি উন্নয়নে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামসহ পাঁচ সাংবাদিক সংগঠনকে পাঁচটি কম্পিউটার উপহার দিলেন জেলা প্রশাসক (ডিসি)।  

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কক্ষে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের হাতে কম্পিউটারগেুলো তুলে দেন ডিসি শাহিদা সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ওসমান গণি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ইলিয়াসুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদিকুর রহমান খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু আল রাফি, মো. মামুন খান, জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলাম, গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোজাম্মেল হোসেন মুন্না, রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলাম, কালের কন্ঠের প্রসূন মণ্ডল, বাংলানিউজের একরামুল কবীর, নিউজ২৪ এর মুন্সী মোহাম্মাদ হোসাইন, এসএ টিভির বাদল সাহা, বাংলা টিভির সৈয়দ আকবর হোসেন, দেশ টিভির সলিল বিশ্বাস মিঠু প্রমুখ।

পরে প্রধান মন্ত্রীর কার‌্যালয় থেকে পাঠানো করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীদের অক্সিজেন সাপোর্ট দিতে ব্যবহৃত ‘হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা’ একটি যন্ত্র সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদের কাছে হস্তান্তর করেন ডিসি শাহিদা সুলতানা। এ সময় গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) চক্ষু চিকিৎসক মহেশ ঢালী উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad