ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধর্ষণের অভিযোগ তদন্তে কমিটি করেছে ছাত্র অধিকার পরিষদ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২০
ধর্ষণের অভিযোগ তদন্তে কমিটি করেছে ছাত্র অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ

সংগঠনের আহ্বায়ক হাসান আল মামুন ও যুগ্ম আহ্বায়ক ডাকসুর সাবেক সহ-সভাপতি নুরুল হকসহ ছয়জনের বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণে সহায়তা করার অভিযোগে করা মামলার পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে ছাত্র অধিকার পরিষদ। তদন্তের স্বার্থে আহ্বায়ক হাসান আল মামুনকে সংগঠন থেকে সাময়িকভাবে অব্যাহতিও দেওয়া হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) পরিষদের যুগ্ম আহবায়ক মুহাম্মদ রাশেদ খাঁন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, তদন্ত কমিটিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সুপারিশসহ ঘটনার বিস্তারিত তথ্য কেন্দ্রীয় নির্বাহী পরিষদের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে।

তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিতে রয়েছেন, পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি বিন ইয়ামিন ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক তারেক রহমান এবং রাফিয়া সুলতানা।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২০
এসকেবি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।