ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চুল কেটে ছাত্রী নির্যাতনের ঘটনায় নারী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২০
চুল কেটে ছাত্রী নির্যাতনের ঘটনায় নারী গ্রেফতার গ্রেফতার হওয়া নারী রুপালী। ছবি: ভিডিও ফুটেজ থেকে নেওয়া

নওগাঁ: নওগাঁর নিয়ামতপুরে রাস্তা থেকে তুলে নিয়ে এক স্কুলছাত্রীর মাথার চুল কেটে নির্যাতনের ঘটনায় রুপালী (২২) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে তাকে গ্রেফতার করা হয়।

ওই নারী প্রধান আসামি রায়হানের স্ত্রী।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ওই ছাত্রীর চুল কেটে নির্যাতনের ঘটনায় গত সোমবার রাতে তার বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ রায়হান (৩০) নামে অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করে পরে তার স্ত্রীকেও গ্রেফতার করা হলো।

উল্লেখ্য, নওগাঁর নিয়ামতপুরে এক শিক্ষার্থীকে প্রায়ই উত্ত্যক্ত করত রায়হান নামে এক যুবক। একপর্যায়ে ওই ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় রায়হানসহ কয়েকজন বখাটে। এরপর বাড়িতে নিয়ে গিয়ে তারা শিক্ষার্থীর মাথার চুল কেটে দেয় এবং শারীরিকভাবে নির্যাতন করে। চুল কাটার দৃশ্য মোবাইলে ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়।  

** নওগাঁয় চুল কেটে ছাত্রী নির্যাতন, যুবক গ্রেফতার 

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad