ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২০
রাজশাহীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতীকী ছবি

রাজশাহী: রাজশাহীর মোহনপুর উপজেলায় পানিতে ডুবে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার কেশরহাট পৌর এলাকার বাকশৈল গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত এখলাস কেশরহাট পৌরসভার বাকশৈল পূর্বপাড়া গ্রামের কাশেম আলীর ছেলে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মদ এ তথ্য নিশ্চিত করেন।

মোস্তাক আহম্মদ বলেন, শিশু এখলাস পরিবারের লোকজনের অজান্তে বাড়ির বাইরে যায়। তাকে না পেয়ে খোঁজাখুঁজির শুরু করে বাড়ির লোকজন। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তার দেহ ভেসে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০৮৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২০
এসএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।