ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

নীলার হত্যাকারী মিজানের গ্রেফতার-দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২০
নীলার হত্যাকারী মিজানের গ্রেফতার-দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

ঢাকা: সাভারে নীলার হত্যাকারী বখাটে মিজানের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত ও সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী এক বিবৃতিতে এ দাবি করেন।

বিবৃতিতে সাভারের ১০ম শ্রেণির ছাত্রী নীলা রায়কে দুষ্কৃতিকারী বখাটে মিজান কর্তৃক হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়।  

একইসঙ্গে অবিলম্বে মিজানের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নারী নেতারা।

বিবৃতিতে নেতারা বলেন, এদেশে বখাটে, ধর্ষক, নারী লাঞ্ছনাকারীরা শাস্তি পায় না, বরং নিরাপরাধ ভুক্তভোগীকেই বারবার লাঞ্ছিত হতে হয়। ভয়ে ভীত হয়ে থাকতে হয়। আইন অপরাধীদের খুঁজে পায় না। তাই নীলার পরিবার বিচার সালিশ বা থানায় না গিয়ে অন্যভাবে আদরের কন্যাকে রক্ষা করতে চেয়েছিল। কিন্তু পারেনি। অতীতে এ ধরনের ঘটনা বার বার ঘটেছে। নারীর নিরাপত্তা বিধানে সরকার ও প্রশাসনের উপর্যুপরি ব্যর্থতায় অপরাধীদের দৌরাত্ম্য দিন দিন সীমা ছাড়িয়ে যাচ্ছে।

নেতারা মুক্তমনা সব মানুষকে এই জঘন্য অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২০
আরকেআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।