ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লালমনিরহাটে আলোক নিশান ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২০
লালমনিরহাটে আলোক নিশান ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ আলোক নিশান ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

লালমনিরহাট: লালমনিরহাটে নদী ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় সুবিধাবঞ্চিতদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আলোক নিশান ফাউন্ডেশন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট জেলার চর গোকুন্ডায় শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করে সংগঠনটি।

প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, চিড়া, আলু, সাবান, খাবার স্যালাইন, বিস্কুট ও মাস্ক দেওয়া হয়।  

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- আলোক নিশান ফাউন্ডেশনের লালমনিরহাট শাখার প্রধান সমন্বয়ক মিলন পাটোয়ারি, মুক্তিযোদ্ধা ও লালমনিরহাট বার্তার সম্পাদক ড. এসএম শফিকুল ইসলাম, নাট্যকার ও লেখক শ্রী মাখন লাল দাস প্রমুখ।  

সংগঠনটির নির্বাহী পরিচালক আশিকুর রহমান তমাল বাংলানিউজকে জানান, ‘মানবতা দিয়ে গড়ি আলোকিত বিশ্ব’ এ স্লোগানে সুবিধাবঞ্চিত অসহায় মানুষের শিক্ষা, চিকিৎসা ও দুর্যোগ কবলিত ক্ষতিগ্রস্তদের কল্যাণে কাজ করছে আলোক নিশান ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার লালমনিরহাটের চর গোকুন্ডায় শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২০
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।