ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মহেশপুর সীমান্ত থেকে আটক ৪ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২০
মহেশপুর সীমান্ত থেকে আটক ৪  আটক চারজন, ছবি: বাংলানিউজ

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল।  

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মোহাম্মাদ মেহেদী হাসান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক ব্যক্তিরা হলেন-চট্টগ্রামের পাহাড়তলী এলাকার জুয়েল দাশ, সঞ্জিৎ দাশ, রামসাগর দাশ ও ভোলার বোরহান উদ্দিন উপজেলার হাসাননগর এলাকার কৃষ্ণ দাশ।

মঙ্গলবার সকালে মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মোহাম্মাদ মেহেদী হাসান খান জানান, সোমবার ভোরে মহেশপুর উপজেলার শ্রীনাথপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে কিছু লোক বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা করছেন- এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময় ওই চারজনকে আটক করা হয়।  

এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।