ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধুনটে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২০
ধুনটে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার লাঠির আঘাতে শফিকুল ইসলাম (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

 শফিকুল ইসলাম উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাদুলী গ্রামের বছির উদ্দিনের ছেলে।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, পৈত্রিক জমিজমা নিয়ে শফিকুল ইসলামের সঙ্গে তার বড় ভাই হবিবর রহমানের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ ঘটনার জের ধরে গত ১৪ সেপ্টেম্বর দুপুরে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে হাবিবর রহমানের ছেলে পিয়াস হোসেন চাচা শফিকুল ইসলামের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এ সময় শফিকুল ইসলাম আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিনগত রাতে শফিকুল ইসলামের মৃত্যু হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বাংলানিউজকে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে শফিকুলের মৃত্যু হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২০
কেইউএ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad