ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শৈলকুপায় সাপের ছোবলে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২০
শৈলকুপায় সাপের ছোবলে শিশুর মৃত্যু সুমাইয়া

ঝিনাইদহ: ঝিনাইদহে শৈলকুপায় সাপের ছোবলে সুমাইয়া (৮) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সাতগাছি গ্রামে এ ঘটনা ঘটে।

সুমাইয়া ওই গ্রামের সুজাল মণ্ডলের মেয়ে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাংলানিউজকে জানান, সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে বাবা-মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল সুমাইয়া। মঙ্গলবার ভোরের দিকে বিষধর একটি সাপ শিশুটিকে ছোবল দেয়। টের পেয়ে পরিবারের লোকজন সুমাইয়াকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

এ নিয়ে গত দুই মাসে শৈলকুপায় সাপের ছোবলে ১১ জনের মৃত্যু হলো বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।