ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশাল রেঞ্জে অপরাধীদের কোনো রেহাই নেই

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২০
বরিশাল রেঞ্জে অপরাধীদের কোনো রেহাই নেই

বরিশাল: বরিশাল রেঞ্জের উপ- মহাপরিদর্শক (ডিআইজি) মো. শফিকুল ইসলাম বলেছেন, ‘কোনো ধরনের অপরাধীদের সঙ্গেই পুলিশের সক্ষতা থাকতে পারে না। পুলিশ জনগণের বন্ধু, সেবা দেওয়াই পুলিশের কাজ।

সুতরাং বরিশাল রেঞ্জে অপরাধীদের কোনো রেহাই নেই।

সোমবার (২১ সেপ্টেম্বর) বরিশাল রেঞ্জের মাসিক অপরাধ সভায় তিনি এসব কথা বলেন।

মাসিক অপরাধ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ এহসান উল্লাহ, বরিশাল জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলামসহ অন্যন্য কর্মকর্তারা।

সভায় বরিশালের বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালামকে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ ওসির সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। ডিআইজি শফিকুল তার হাতে এ ক্রেস্ট তুলে দেন। এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি এহসান ও বরিশাল জেলার পুলিশ সুপার সাইফুল।

বাংলা‌দেশ সময়: ২০১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২০
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।