ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নারায়ণগঞ্জে গাঁজা-ফেনসিডিলহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২০
নারায়ণগঞ্জে গাঁজা-ফেনসিডিলহ আটক ৪ র‌্যাবের হাতে আটক চারজন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজা ও ৪৫ বোতল ফেনসিডিলসহ চার মাদকবিক্রেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী।

 

আটক চারজন হলেন- মনির হোসেন (৩৫), সালাম মিয়া (৩২), সৈয়দ হোসেনকে (৩২) ও মো. আশরাফ উদ্দিনকে (৫২)

বিজ্ঞপ্তিতে থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন খালপাড় সাকিন এলাকার সেকেন্দার পেট্রোল পাম্পের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে পাকা রাস্তার ওপর চেকপোস্ট বসানো হয়। পরে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি করে ২৪ কেজি গাঁজা, তিনটি মোবাইল জব্দসহ মনির, সালাম ও সৈয়দকে আটক করা হয়। অপর একটি পৃথক অভিযানে সোনারগাঁ থানাধীন কাঁচপুর ব্রিজ সংলগ্ন সোনাপুর কলাপট্টি বাজার এলাকার কালাম ট্রেডার্সের সামনে থেকে ৪৫ বোতল ফেনসিডিলসহ আশরাফকে আটক করা হয়। আটক ওই চার জনের বিরুদ্ধে রূপগঞ্জ ও সোনারগাঁও থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad