ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আশুলিয়ায় পোশাক শ্রমিকের ওপর হামলা, গুলিবিদ্ধ ১

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২০
আশুলিয়ায় পোশাক শ্রমিকের ওপর হামলা, গুলিবিদ্ধ ১ গুলিবিদ্ধ নুর আলম ও আহত সাকিব। ছবি; বাংলানিউজ

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় পোশাক শ্রমিকদের ওপর হামলা করেছে ছিনতাইকারীরা। এসময় এক পোশাক শ্রমিক গুলিবিদ্ধ ও আরো চার জন আহত হয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়া থানায় এ বিষয়ে একটি অভিযোগ করেন ভুক্তভোগী শ্রমিকরা।

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে আশুলিয়ায় আড়িয়ার মোড় চারালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত হলেন- নুর আলম, সাকিব, সাকিল, হাবিব ও সোলেমান। এদের ভেতর নুর আলম ও সাকিব নার্গিস সোয়েটারের শ্রমিক।

অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাতে ডিউটি শেষে কারখানা থেকে বের হয়ে বাসায় ফিরছিলেন নুর আলম ও সাকিব। এসময় আশুলিয়ায় আড়িয়ারমোড় চারালপাড়া এলাকায় তাদের গতিরোধ করে ছিনতাইয়ের চেষ্টা করে কয়েক যুবক। একপর্যায়ে ছিনতাইকারীরা নুর আলমের পায়ে গুলি করে এবং পথচারী সাকিল, হাবিব ও সোলেমনকে ছুরি দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফজর আলী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।