ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধরলার স্রোতে ভেসে এলো ভারতীয় যুবকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২০
ধরলার স্রোতে ভেসে এলো ভারতীয় যুবকের মরদেহ প্রতীকী ছবি

লালমনিরহাট: ধরলা নদীর স্রোতে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভেসে এসেছে আলীবুল ইসলাম (১৮)  নামে এক ভারতীয় যুবকের মরদেহ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বুড়িমারী ইউনিয়নের গুড়িয়াটারী এলাকায় ধরলা নদীর কিনার থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

মৃত যুবক আলীবুল ইসলাম ভারতের কোচবিহার জেলার মেকলিগঞ্জ থানার ১৪৭ ভোটবাড়ী সর্দারপাড়া এলাকার রহিচ উদ্দিনের ছেলে।

ভারতীয় পুলিশের বরাত দিয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, গত বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন যুবক আলীবুল ইসলাম। অনেক খোঁজাখুজির পরও তার সন্ধান পায়নি ভারতীয় পুলিশ।  

শুক্রবার (১৮ সেপ্টেস্বর) বিকেলে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের গুড়িয়াটারী এলাকায় ধরলা নদীর পাড়ে কাজে গিয়ে স্থানীয় কৃষকরা একটি মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়।  

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহায়তায় সীমান্ত থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পাটগ্রাম থানা পুলিশ। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মাধ্যমে খবর পাঠালে সন্ধ্যায় ভারতীয় পুলিশ মোবাইল ফোনে ওই মরদেহের পরিচয় শনাক্ত করে পাটগ্রাম থানা পুলিশকে।  

এ ঘটনায় পাটগ্রাম থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরে উভয় দেশের বিজিবি ও বিএসএফের মাধ্যমে আলোচনা শেষে ভারতীয় পুলিশের হাতে মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানান ওসি সুমন্ত কুমার মহন্ত।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।