ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাড্ডায় বন্ধুর গায়ে হলুদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২০
বাড্ডায় বন্ধুর গায়ে হলুদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর পূর্ব বাড্ডার সেকান্দারবাগ এলাকায় গায়ে হলুদের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রানা ওরফে বাবু (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গতরাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহত বাবুর বন্ধু মো. মাজহারুল ইসলাম বাংলানিউজকে বলেন, বাবু ওই এলাকাতেই থাকতো। এলাকায় ইন্টারনেট সরবারহকারী কোম্পানিতে চাকরি করছিল। রাতে সেকান্দারবাগ ৬১১ নম্বর বাসায় আরেক বন্ধু হাসানের গায়ে হলুদ অনুষ্ঠানে গিয়েছিলাম আমরা। সেখানে দ্বিতীয় তলার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয় বাবু।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২০
এজেডএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।