ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ইউএনও হত্যাচেষ্টা: আটকদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২০
ইউএনও হত্যাচেষ্টা: আটকদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলন। ছবি: বাংলানিউজ

দিনাজপুর: সরকারি বাসভবনে প্রবেশ করে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ঘোড়াঘাট উপজেলা অফিসার্স ক্লাবের সদস্যরা।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা হলরুমে সংবাদ সম্মলেন করে এ দাবি জানান তারা।

উপজেলা কৃষি কর্মকর্তা এখলাছুর রহমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- উপজেলা প্রকৌশলী কর্মকর্তা নুরনবী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল সাত্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রশিনা সরেনসহ আরো অনেকে। এসময় উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, ইউএনওর ওপর হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতে উপজেলা পরিষদকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে হবে। এসময় পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবিও জানান তারা।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২০
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।