ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

বঙ্গবন্ধুকে স্মরণ করলেন ব্রিটিশ হাইকমিশনার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২০
বঙ্গবন্ধুকে স্মরণ করলেন ব্রিটিশ হাইকমিশনার এই ছবিটি পোস্ট করেছেন ব্রিটিশ হাইকমিশনার ডিকসন

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।  

শনিবার (১৫ আগস্ট) টুইটারে তিনি বঙ্গবন্ধুকে স্মরণ করেন।

ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন টুইটারে বলেন, বঙ্গবন্ধুর এই বেদনাদায়ক মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করছি।

১৯৭২ সালের জানুয়ারিতে দেশে ফেরার আগে লন্ডনের ক্লারিজ হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু বক্তব্য রাখছেন, টুইটারে সেই ঐতিহাসিক ছবি পোস্ট করেছেন রবার্ট ডিকসন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হন।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২০
টিআর/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।