ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

চিত্রশিল্পী মুর্তজা বশীরের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২০
চিত্রশিল্পী মুর্তজা বশীরের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক চিত্রশিল্পী মুর্তজা বশীর ও ওবায়দুল কাদের

ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক শোক বিবৃতিতে স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীর-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বিবৃতিতে তিনি মুর্তজা বশীর-এর আত্মার মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বিবৃতিতে তিনি বলেন, মুর্তজা বশীর একাধারে চিত্রশিল্পী, ভাষাসংগ্রামী, কবি, গবেষক ও ঔপন্যাসিক ছিলেন। চিত্রশিল্পে তিনি দেশীয় রীতির একটি স্বতন্ত্র ধারা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। ’৫২-এর ভাষা আন্দোলন, ’৭১-এর মহান মুক্তিযুদ্ধ ও ’৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ বাঙালির অধিকার প্রতিষ্ঠার সকল সংগ্রামে মুর্তজা বশীর অগ্রণী ভূমিকা পালন করেন।  

শনিবার সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী মুর্তজা বশীর। তিনি করোনায় আক্রান্ত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, অগাস্ট ১৫, ২০২০
এসকে/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।