ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাভারের বিনোদন কেন্দ্রগুলো স্বাস্থ্যবিধি মেনে চালুর অপেক্ষায়

সাগর ফরাজী, সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২০
সাভারের বিনোদন কেন্দ্রগুলো স্বাস্থ্যবিধি মেনে চালুর অপেক্ষায় বিনোদনকেন্দ্র। ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): স্যানিটাইজিং, সাবান পানিতে হাত ধোয়ার ব্যবস্থা, জীবাণুনাশক স্প্রেসহ অভ্যন্তরীণ স্বাস্থ্যবিধির নানা ব্যবস্থা নিয়ে রেখেছেন সভারের বিনোদন কেন্দ্রগুলো। ভেতরে ভেতরে সব প্রস্তুতি নিয়ে রাখলেও চালু করার জন্য শুধুমাত্র জেলা প্রশাসকের নির্দেশনার অপেক্ষায় রয়েছে বিনোদন কেন্দ্রগুলো।

 

করোনার কারণে ঈদুল ফিতর ও ঈদুল আজহায় বন্ধ ছিলো এসব প্রতিষ্ঠান। সেইসঙ্গে গত চার-পাঁচ মাস ধরে বন্ধ থাকায় অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন বিনোদন কেন্দ্রগুলোর মালিকরা। তাই এখন সরকারি স্বাস্থ্যবিধির নিয়ম মেনে বিনোদন কেন্দ্রগুলো খোলা রাখার প্রস্তুতি নিয়ে রেখেছে প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষ।  

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে সাভারের নন্দন পার্ক, ফ্যান্টাসি কিংডম ও ধামরাইয়ের আলাদিন পার্কের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়।  

এসময় তারা জানান, দীর্ঘ চার-পাঁচ মাস বিনোদনকেন্দ্র বন্ধ থাকায় তাদের অনেক ক্ষতি হয়েছে। কিছু কিছু বিনোদন কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীসহ নিরাপত্তায় থাকা নিরাপত্তাকর্মীদের বেতন দিতেও বেগ পেতে হচ্ছে।  

নন্দন পার্কের সিনিয়র এডমিন অফিসার গোলাম কিবরিয়া বাংলানিউজকে বলেন, আমরা ঈদুর ফিতর-ঈদুল আজহাসহ গত চার-পাঁচ মাস পার্ক বন্ধ রেখেছিলাম। এতে আমাদের অনেক ক্ষতি হয়েছে। স্টাফদের বেতনসহ পার্ক ধরে রাখায় খুব কষ্ট হয়ে যাচ্ছে। পার্কের যন্ত্রাংশগুলোর উপরও এর প্রভাব পড়ছে। নির্দেশনা পেলেই পুরোপুরিভাবে পার্ক চালু হবে। আমরা এখন নির্দেশনার অপেক্ষায় রয়েছি৷ 

এ বিষয়ে ফ্যান্টাসি কিংডমের ব্যবস্থাপনা পরিচালক মুঞ্জুরুল আলম বাংলানিউজকে বলেন, আমরা করোনাকালের প্রথম দিক থেকেই পার্ক বন্ধ রেখেছি। দীর্ঘ চার মাস বন্ধ থাকার পর ভেবেছিলাম এবার কোরবানির ঈদের আগে পার্ক খোলার নির্দেশনা পাবো। কিন্তু না কোনো নির্দেশনা এখনো আসেনি। তবে আমরা স্বাস্থ্যবিধি থেকে শুরু করে সরকারের সব নির্দেশেনা মেনে পার্ক খুলে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি৷ 

এ বিষয়ে সাভার উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা নিপা বাংলানিউজকে বলেন, আমরা কেন্দ্রীয়ভাবে বিনোদনকেন্দ্র খুলে দেওয়ার কোনো নির্দেশনা পাইনি। পেলে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।   

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।