ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লেবানন থেকে দেশে ফিরছেন ৭৩ বাংলাদেশি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২০ ঘণ্টা, আগস্ট ১২, ২০২০
লেবানন থেকে দেশে ফিরছেন ৭৩ বাংলাদেশি লেবানন থেকে দেশে ফিরছেন ৭৩ বাংলাদেশি

ঢাকা: লেবাননে আটকে পড়াদের মধ্য থেকে ৭৩ বাংলাদেশি দেশে ফিরে আসছেন সে দেশে সাহায্য নিয়ে যাওয়া পরিবহন বিমানে।

বুধবার (১৩ আগষ্ট) সকালে তারা দেশে পৌঁছাবেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ।

খাবার আর চিকিৎসা সামগ্রী নিয়ে বৈরুতে গিয়েছিল বিমান বাহিনীর যে কার্গো বিমান, সেটিতেই দেশে ফেরার সুযোগ পেলেন তারা। যুদ্ধ-বিদ্ধস্ত লেবাননে গত কয়েক মাসে বেকার হয়ে পড়েছেন এসব শ্রমিকের অনেকেই। করোনার সময়ে প্রবাসী শ্রমিকদের সংকট বেড়েছে কয়েকগুণ।

এর আগে সোমবার (১১ আগষ্ট) খাবার এবং ওষুধ নিয়ে বৈরুতে পৌঁছায় বাংলাদেশের বিমানটি। এরপর মঙ্গলবার (১২ আগষ্ট) সেই বিমানেই দেশে ফেরার সুযোগ পান ৭৩ জন বাংলাদেশি।

বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, আগস্ট ১২, ২০২০
এইচএমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।