ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দক্ষিণ এশিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ১.৬৫ মিলিয়ন ইউরো দেবে ইইউ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, আগস্ট ১১, ২০২০
দক্ষিণ এশিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ১.৬৫ মিলিয়ন ইউরো দেবে ইইউ ইউরোপীয় ইউনিয়নের লোগো

ঢাকা: দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ১.৬৫ মিলিয়ন ইউরো দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।  

মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকার ইইউ অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, দক্ষিণ এশিয়া বিশেষ করে বাংলাদেশ, ভারত ও নেপালের বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ইউরোপীয় ইউনিয়ন ১.৬৫ মিলিয়ন ইউরো সহায়তা দেবে। এরমধ্যে বাংলাদেশের বনার্ত্যদের জন্য ১ মিলিয়ন ইউরো সহায়তা দেওয়া হবে।

চলতি বছর ঘূর্ণিঝড় আম্পানের আঘাতের পর ইইউ এ অঞ্চলে ৩.৪৫ মিলিয়ন ইউরো সহায়তা দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০২০
টিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।