ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাঠাওয়ের যাত্রী বেশে মোটরসাইকেল ছিনতাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০২০
পাঠাওয়ের যাত্রী বেশে মোটরসাইকেল ছিনতাই প্রতীকী

ঢাকা: রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে চোরাই মোটরসাইকেলসহ মাহাদী হোসেন রাব্বী নামে একজনকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) তাকে গ্রেফতারের বিষয়টি জানান তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল মোত্তাকিন।

তিনি জানান, মাহাদী হোসেন রাব্বীর বাড়ি ভোলার চরফ্যাশন থানার চকবাজার এলাকায়। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ওসি বলেন, পাঠাও চালক বিল্লাল হোসেনের মোটরসাইকেলে ভাড়ায় চুক্তিবদ্ধ হয়ে যাত্রী হিসেবে ওঠেন মাহাদী। সে অনুযায়ী মাহাদীকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে তুরাগের কালিয়ারটেক নামক জায়গায় নিয়ে আসেন বিল্লাল। এ সময় কৌশলে মোটরসাইকেলটি চালানোর নাম করে দ্রুত পালিয়ে যাচ্ছিলেন মাহাদী। বিল্লালের চিৎকারে ঘটনাস্থলে পাশে থাকা তুরাগ থানার টহল পুলিশের দল মাহাদীকে হাতে-নাতে গ্রেফতার করে।

গ্রেফতার মাহাদী মোটরসাইকেল চোর চক্রের একজন সক্রিয় সদস্য বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০২০
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad