ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভরা মৌসু‌মেও ইলিশ কম ব‌রিশা‌লের পাইকা‌রি বাজা‌রে

স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০২০
ভরা মৌসু‌মেও ইলিশ কম ব‌রিশা‌লের পাইকা‌রি বাজা‌রে

বরিশাল:  ভরা মৌসু‌মেও আশানুরূপ ইলিশ নেই  ব‌রিশা‌লের পাইকা‌রি বাজা‌রে। দামও কিছুটা বে‌শি।

ক্রেতারা বল‌ছেন, এসম‌য়ে ইলি‌শের দাম থাকা উচিত ছি‌ল সাধার‌ণের নাগা‌লে। আ বি‌ক্রেতাদের দাবি, নদী‌র ইলিশ কম। আবহাওয়া খারাপ থাকায় জে‌লেরা ঠিকঠাকভাবে মাছ ধর‌তে না পারায় বেড়েছে দাম।  

পাইকা‌রি বাজা‌রে ক্রেতা-বি‌ক্রেতা থাকলেও নেই আশানুরূপ ইলিশ। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন- এই চার মাস ইলিশের ভরা মৌসুম বলা হ‌লেও ব‌রিশা‌লের  বাজা‌রে নেই নদীর ইলিশ। সাগ‌রের ইলিশ থাক‌লেও তা তুলনামূলক প‌রিমা‌ণে কম। ক্রেতারা বাজা‌রে গি‌য়ে হতাশ হ‌চ্ছেন।  

এক‌দি‌কে নদীর ইলিশ কম, অপর‌দি‌কে আবহাওয়া খারাপ থাকায় জে‌লেরা সাগ‌রে  ঠিকম‌তো ধর‌তে পার‌ছে না। আর এ কার‌ণে ইলিশের সরবরাহ ক‌মে দাম বে‌ড়ে‌ছে ব‌লে জানি‌য়ে‌ছেন ব‌রিশাল নগ‌রের পোর্ট‌রোডের মৎস্য ব্যবসায়ী স‌মি‌তির সাধারণ সম্পাদক নীরব হো‌সেন টুটুল।

পাইকা‌রি ইলিশ বি‌ক্রেতা জ‌হির সিকদার জানান, ব‌রিশা‌লের পাইকা‌রি বাজা‌রে মঙ্গলবার ৬শ থে‌কে ৯ শ গ্রাম ওজনের ইলিশের দাম মণপ্রতি ৩০ হাজার, ১ কে‌জির ইলিশ মণপ্রতি ৩৮ হাজার, ১২শ গ্রাম ওজ‌নের মণপ্রতি মণপ্রতি ৪১ হাজার টাকা দ‌রে বি‌ক্রি হ‌য়ে‌ছে।

গে‌লো সপ্তা‌হের চেয়ে এ সপ্তাহে আকার‌ভে‌দে প্রতিম‌ণে তিন থে‌কে ৪ হাজার টাকা বে‌ড়ে‌ছে ব‌লেও জানান তি‌নি।

বাংলা‌দেশ সময়: ১৫১৪ ঘণ্টা, আগস্ট ১০, ২০২০
এমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ