ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

না’গঞ্জে তোলারাম কলেজে অগ্নিকাণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৯, আগস্ট ১০, ২০২০
না’গঞ্জে তোলারাম কলেজে অগ্নিকাণ্ড আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা, ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের চাষাঢ়া কলেজ রোড এলাকায় সরকারি তোলারাম কলেজের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাডেমিক হলের চতুর্থ তলায় অগ্নিকাণ্ড ঘটেছে।  

সোমবার (১০ আগস্ট) বিকেলে ব্যবস্থাপনা বিভাগে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।  

স্টোর রুমে অবস্থিত বৈদ্যুতিক সুইচ বোর্ড থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন মণ্ডলপাড়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন মাস্টার বেলাল হোসেন।

সরকারি তোলারাম কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান বলেন, চতুর্থ তলা ব্যবস্থাপনা বিভাগের টয়লেটে কালো ধোয়ার কুণ্ডলী দেখতে পান কলেজে অবস্থানরত শিক্ষক ও কর্মচারীরা। মুহূর্তেই তা ছড়িয়ে পড়তে থাকে। কলেজ কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক মেইন সুইচ বন্ধ করে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।  

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।