ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

কমলনগরে জোয়ারের পানিতে মরলো ৫ হাজার মুরগি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, আগস্ট ৫, ২০২০
কমলনগরে জোয়ারের পানিতে মরলো ৫ হাজার মুরগি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারের পানিতে মুরগির খামার পানিতে ডুবে পাঁচ হাজার মুরগি মারা গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত খামারি।

 

বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টার দিকে মেঘনার জোয়ারে উপজেলার চর লরেন্স ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মো. ওসমানের ‘তাজ লেয়ার মুরগি খামারে’ পানিতে ডুবে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ক্ষতিগ্রস্ত খামার পরিদর্শন করেন কমলনগর উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোবারক হোসেন, স্থানীয় চর লরেন্স ইউপি চেয়ারম্যান আহসান উল্লাহ হিরন।

ক্ষতিগ্রস্ত মুরগির খামারি মো. ওসমান জানান, ঋণ নিয়ে তিনি খামারে ৫ হাজার লেয়ার মুরগি তুলেছিলেন। মুরগি ডিম দিতে শুরু করেছিল। হঠাৎ জোয়ারের পানি খামারে ঢুকে সব মুরগি মারা গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।  

স্থানীয় চর লরেন্স ইউপি চেয়ারম্যান আহসান উল্লাহ হিরন বলেন, কমলনগরে বেড়িবাঁধ নেই। মেঘনা নদীতে হঠাৎ ৫/৬ ফুট পানি বেড়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যায়। এতে তাজ লেয়ার মুরগি খামারে পানি উঠে সব মুরগি মারা যায়।  

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২০
এসআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।