ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

প্রতিটি মর্মান্তিক ঘটনা সুদূরপ্রসারী প্রভাব ফেলে: মিলার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, আগস্ট ৫, ২০২০
প্রতিটি মর্মান্তিক ঘটনা সুদূরপ্রসারী প্রভাব ফেলে: মিলার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার।

ঢাকা: লেবাননে ভয়াবহ বিস্ফোরণের মতো এমন প্রতিটি মর্মান্তিক ঘটনা বিশ্ব সম্প্রদায়ের ওপর সুদূরপ্রসারী প্রভাব ফেলে বলে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার।

বুধবার (০৫ আগস্ট) টুইটারে এক বার্তায় তিনি এই প্রতিক্রিয়া জানান।

মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার বলেন, বৈরুতের ঘটনা আমাদের সবাইকেই প্রভাবিত করেছে। সেখানের বিস্ফোরণে বাংলাদেশ নৌ বাহিনীর জাহাজ বিএনএস বিজয়ের ক্রু ও তাদের পরিবারের সদস্যদের ওপরও এই ঘটনা প্রভাব ফেলেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় মারাত্মক বিস্ফোরণে কেঁপে উঠে বৈরুত। এ ঘটনায় প্রায় শতাধিক নিহত এবং ৪ হাজার লোক আহত হয়েছেন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২০
টিআর/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।