ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনায় স্বস্তির বৃষ্টি, তবু ভোগান্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, আগস্ট ৪, ২০২০
খুলনায় স্বস্তির বৃষ্টি, তবু ভোগান্তি

খুলনা: ভরা বর্ষার শ্রাবণে অঝোর বর্ষণের বদলে গত দু’দিন চৈত্র-বৈশাখের মতো কড়া সূর্যের দহনে ভ্যাপসা গরম পড়েছে খুলনাসহ সারা দেশে। গরমে হাঁপিয়ে উঠেছিল জনজীবন।

এরপর শান্তির পরশ নিয়ে মঙ্গলবার (৪ আগস্ট) ভোরে নামে বৃষ্টি। থেমে থেমে কখনো হালকা, কখনো ভারী আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি চলেছে দুপুর ১২টা পর্যন্ত। জনজীবনে স্বস্তি এনে দিলেও এ বৃষ্টিতে নগরবাসীকে দিয়েছে ভোগান্তিও।

ঈদের পরে যারা ঘর থেকে বের হয়েছিলেন তারা বেশ ভোগান্তিতে পড়েন। রাস্তায় রিকশা, ইজিবাইক, মাহেন্দ্র কম থাকায় মানুষের ভোগান্তি ওঠে চরমে। তাদের অনেককেই রাস্তার পাশের দোকানগুলোতে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। নগরীর অনেক সড়কে পানিও জমেছে।

..খালিশপুর এলাকার বাপ্পী বাংলানিউজকে বলেন, হঠ্যাৎ করে শ্রাবণ মাসে চৈত্রের অস্বস্তিকর গরমে অতিষ্ট হয়ে উঠেছিল জনজীবন। তবে প্রচণ্ড গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি হয়েছে। কিন্তু বৃষ্টি দীর্ঘস্থায়ী হওয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে।

বড় বাজারের মেসার্স মুরাদ ট্রেডিংয়ের পাইকারি বিক্রেতা জিয়াউল হক মিলন বাংলানিউজকে বলেন, বৃষ্টিতে যারা বাজার করতে এসেছে তারা ভোগান্তিতে পড়েছেন। তারপরও চরম গরমের অবসান হওয়ায় সবার চোখেমুখে স্বস্তি দেখা গেছে।

খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ আমিরুল আজাদ বাংলানিউজকে বলেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে এ বৃষ্টিপাত হচ্ছে। যা আজ, কাল ও পরশু অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২০
এমআরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।