ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মামলার বাদীকে হত্যার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০২০
মামলার বাদীকে হত্যার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলন করছেন মামলার বাদী। ছবি: বাংলানিউজ

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর শ্লীলতাহানি মামলার বাদীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে।  

শনিবার (২৫ জুলাই) সকালে নাজিরপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা।

 

সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে ওই স্কুলছাত্রীর বাবা জানান, গত ১১ জুন তার স্কুল পড়ুয়া মেয়ে একই এলাকায় আজালিবুনিয়ায় তার মামা বাড়ি বেড়াতে গিয়ে পাশের বাড়িতে টেলিভিশন দেখতে যায়। পূর্ব থেকে সেখানে থাকা অভিযুক্ত অশোক শিকদার (৫২) তাকে আদরের ছলনা করে ডেকে নিয়ে শ্লীলতাহানি করে। এ ঘটনায় তিনি পরের দিন ১২ জুন নাজিরপুর থানায় মামলা দায়ের করেন। এর পর থেকে অভিযুক্ত অশোক শিকদার তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। এমন কি মামলা তুলে না নিলে বাদীকে হত্যা করাসহ দেশ ত্যাগের হুমকিও দেওয়া হয়। এমন কি তার নিজস্ব ক্যাডারবাহিনী দিয়ে দেশীয় অস্ত্র দিয়ে মহড়াও দিচ্ছে। অব্যাহত হুমকিতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করা হয়।  

সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করা হয়, অভিযুক্ত ওই অশোক শিকদারের বিরুদ্ধে একাধিক ধর্ষণসহ নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।