ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চট্টগ্রামে আগুনে পুড়ে গেছে ১৪টি দোকান

রমেন দাশগুপ্ত, স্টাফ করেসপনডেণ্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১০

চট্টগ্রাম: মহানগরীর বন্দর থানাধীন পোর্ট কলোনি এলাকায় বৃহস্পতিবার রাতে আগুন লেগে পুড়ে গেছে ১৪টি দোকান। এতে ২১ লাখ টাকার য়তি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।



পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে ৪টি মুদি দোকান, ২টি ডিপার্টমেন্টাল স্টোর, ২টি ওষুধ ফার্মেসি, ২টি জুয়েলারি, ২টি জুতার দোকান, ১টি ফোন-ফ্যাক্সের দোকান ও ১টি সেলুন।    

আগ্রাবাদ ফায়াস সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা বিশু দাস বাংলানিউজকে জানান, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে রাত ৪টায় ওই এলাকার একটি একতলা মার্কেটের দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের দোকানগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে। ’

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ