ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঈদ উপলক্ষে খুলনা কারাগার থেকে মুক্তি পেলেন ১১ বন্দি

শেখ হেদায়েতুল্লাহ, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১০

খুলনা: ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার খুলনা কারাগারের বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ১১ বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।

মুক্তিপ্রাপ্তরা সকলেই কম সাজাপ্রাপ্ত (পাঁচ বছরের কম) ছিলেন।

তারা তাদের সাজার অধিকাংশ সময়ই কাটিয়েছেন।

খুলনা কারাগারের জেলার মো. নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, ‘বন্দি মুক্তি সংক্রান্ত খুলনা করা কর্তৃপক্ষের একটি প্রস্তাবনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া প্রস্তাবনাটি আজই আমরা হাতে পেয়েছি। সেই অনুযায়ী বন্দিদের মুক্তি দেওয়া হচ্ছে। ’

মুক্তিপ্রাপ্ত বন্দিরা হলেন দুলাল শেখ (২৫), কালাম শিকদার (৪১), বলাই সরকার (৩০), শহিদুর রহমান (৩১), সাত্তার হোসেন (৪৮), মনসুর সরদার (৩৮), সাকো ওরফে ইব্রাহিম খাঁ (৩৩), দেবরঞ্জন দত্ত (৭০), আল আমিন (২০), ইউসুফ আলী (২১) এবং আবুল হোসেন (৫৫)

বাংলাদেশ সময় ১২১৭ ঘণ্টা, ১০ সেপ্টেম্বর ২০১০  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।